Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সু চি’র পদক প্রত্যাহার দাবি পাক সংসদে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান এবং সরকারের কার্যত প্রধান নেতা অং সান সুচিকে দেয়া প্রেসিডেন্ট পদক প্রত্যাহারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছে পাক সংসদ সদস্যরা। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধ করতে এমনকি এর বিরুদ্ধে নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় এ আহ্বান জানানো হয়। পাক সংসদের উভয়কক্ষের মানবাধিকার কমিটির প্রধানরা এ আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশকে বিশেষ তহবিল দেয়ার আহ্বানও জানানো হয়েছে। উল্লেখ্য, অং সান সুচিকে শহীদ বেনজীর ভুটো অ্যাওয়ার্ড ফর ডেমোক্রেসি প্রদান করা হয়েছিল। খবরে বলা হয়, মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং দেশটির পণ্য বর্জনের আহ্বান জানান তারা। এক্সপ্রেস ট্রিবিউন, ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ