Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীন-পাকিস্তানের দুই ফ্রন্টে যুদ্ধের আশঙ্কা ভারতের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, চীন ও পাকিস্তানের বিরুদ্ধে দুই ফ্রন্টে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। গণতান্ত্রিক বা পরমাণু অস্ত্রধারী প্রতিবেশীদের মধ্যে যুদ্ধ হতে পারে না বলে প্রচলিত কথাও নাকচ করে দেন তিনি। খবরে বলা হয়, ‘গণতান্ত্রিক বা পরমাণু অস্ত্রধারী’ প্রতিবেশীরা যুদ্ধে জড়াবে না; প্রচলিত এই ধারণাকে মিথ্যা আখ্যা দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেন, চীন আর পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের আশঙ্কা বাস্তবসম্মত। নয়াদিল্লিতে সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন জেনারেল রাওয়াত। চীন ধীরে ধীরে ভারতের ভূমি দখল করছে এবং নয়াদিল্লির ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা করছে বলে উল্লেখ করেন তিনি। ভারতকে এ বিষয়ে মাথা ঘামাতে হবে এবং ধীরে ধীরে এ প্রক্রিয়া যুদ্ধের রূপ নিতে পারে সে জন্য নয়াদিল্লিকে প্রস্তুত থাকতে হবে বলেও জানান রাওয়াত। হিমালয়ের দূরবর্তী মালভূমি ডোকলামের নিয়ন্ত্রণ নিয়ে চীন ও ভারতের মধ্যে দীর্ঘ টানাপড়েন চলছে। ভারতের মিত্রদেশ ভুটানও এর ওপর অধিকার দাবি করছে। এ টানাপড়েনকে কেন্দ্র করে ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধ হয়েছিল এবং এ যুদ্ধে বিজয়ী হয়েছিল চীন। ভারতীয় সেনাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চীন-ভারত চলমান উত্তেজনা ধীরে ধীরে উত্তরাঞ্চলীয় সীমান্তে যুদ্ধের রূপ নিতে পারে। দুই মাস আগে এ উত্তেজনা তুঙ্গে পৌঁছেছিল। চীনে ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের মাত্র দু’দিনের মাথায় এ মন্তব্য করলেন ভারতীয় সেনাপ্রধান। তিনি আরো বলেন, চীনের সঙ্গে সীমান্ত সমস্যা পাকিস্তানকে একভাবে সহায়তা করছে। ভারতের সঙ্গে পাকিস্তান প্রক্সি যুদ্ধে লিপ্ত রয়েছে বলেও দাবি করেন তিনি। প্রক্সি যুদ্ধের কারণে ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশীর সঙ্গে লড়াইয়ের আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তিনি। অবশ্য এ নিয়ে বিস্তারিত কিছু আর বলেননি সেনাপ্রধান। এ ছাড়া, তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে বিরাজমান পার্থক্যের ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এর কারণও ব্যাখ্যা করেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের সাধারণ মানুষ মনে করে, ভারত তাদের দেশকে ভেঙ্গে টুকরা টুকরা করতে চাইছে। ভারতের পশ্চিমের প্রতিবেশীর মধ্যে এ প্রচারণা দীর্ঘদিন ধরে চলছে বলে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানিরা মনে করে ভারত তাদের দীর্ঘদিনের শত্রু এবং তাদের এ ধারণা বজায় থাকবে। কাশ্মীরে চলমান সংঘর্ষকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। টাইমস অব ইন্ডিয়া, এনডিটি, ওয়ান ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ