Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া- নয় বিদ্রোহীর দাপটে বেকায়দায় আ.লীগ মনোনীত প্রার্থীরা

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা

প্রথম ধাপে আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে পাবনার বেড়া উপজেলার ৯টি ইউনিয়নে মধ্যে ৬টি ইউনিয়নে নির্বাচন। এখানে ৯ জন বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। সব ইউনিয়নে একক প্রার্থী দিয়েছে বিএনপি। তারপরও বিএনপি ভয় পাচ্ছে ভোট কেন্দ্রে তারা থাকতে পারবেন কিনা এই নিয়ে। মামলা, হামলার ভয়-শঙ্কায় তাদের দিন কাটছে। সূত্র মতে, আগামী ২২ মার্চ প্রথম ধাপে পাবনার বেড়া উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো ঢালারচর, মাসুমদিয়া, পুরান ভারেঙ্গা, জাতসাখিনী এবং রূপপুর ইউনিয়ন, নতুন ভারেঙ্গা, চাকলা, কৈটলা এবং হাটুরিয়া নাকালিয়া। ৯টি ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের ১৮ জন প্রার্থীসহ মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের ৯ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ঢালারচর ইউনিয়ন (প্রার্থী ৪ জন) : কোরবান আলী সরদার (আওয়ামী লীগ) ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী), মো. আব্দুর রশিদ চৌধুরী (আওয়ামী লীগ বিদ্রোহী)। মো. আতোয়ার রহমান টিপু (বিএনপি)। মাসুমদিয়া ইউনিয়ন (প্রার্থী ৪ জন) : মো. মিরোজ হোসেন (আওয়ামী লীগ), মো. আসিফুল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী), মো. শামসুর রহমান সোমেজ (বিএনপি), মো. রফিকুল ইসলাম মৃধা (স্বতন্ত্র)। পুরান ভারেঙ্গা ইউনিয়ন (প্রার্থী ২ জন) : এ এম রফিকুল্লাহ (আওয়ামী লীগ) এবং কেএম মনজেদ আলী (বিএনপি)। পুরান ভারেঙ্গায় আ.লীগ ও বিএনপি’র কোন বিদ্রোহী প্রার্থী নেই। জাতসাখিনী ইউনিয়ন (প্রার্থী ৫ জন) : মো. রেজাউল হক মিয়া বাবু (আওয়ামী লীগ), মো. আবুল কালাম আজাদ মানিক (আওয়ামী লীগ বিদ্রোহী), মো. আব্দুল গনি ফকির (বিএনপি), মিন্টু শেখ (জাতীয় পার্টি) এবং মো. আব্দুস সবুর (ইসলামী আন্দোলন)। রূপপুর ইউনিয়ন (প্রার্থী ৫ জন) : মো. আবুল হাশেম উজ্জ্বল (আওয়ামী লীগ), আব্দুল গফুর বিন গাফফার (বিএনপি), বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম মোল্লা (আওয়ামী লীগ বিদ্রোহী), বিপ্লব চকক্রবর্তী (আওয়ামী লীগ বিদ্রোহী) এবং আলিম চৌধুরী (আওয়ামী লীগ বিদ্রোহী)। নতুন ভারেঙ্গা ইউনিয়ন (প্রার্থী ৪ জন) : মো. আমজাদ হোসেন (আওয়ামী লীগ), মো. হাবিবুর রহমান বাচ্চু (বিএনপি), মো. আবু সাইদ (আওয়ামী লীগ বিদ্রোহী) ও মো. আলী আহাদ (স্বতন্ত্র)। চাকলা ইউনিয়ন (প্রার্থী ৩ জন) : মো. ফারুক হোসেন (আওয়ামী লীগ), মো. আব্দুস সালাম এবং মো. শামীমূল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী)। কৈটলা ইউনিয়ন (প্রার্থী ২ জন) : মো. শওকত ওসমান (আওয়ামী লীগ) এবং মো. আনিসুর রহমান (বিএনপি)। হাঁটুরিয়া নাকালিয়া ইউনিয়ন (প্রার্থী ২ জন) : মো. মোস্তাফিজুর রহমান (আওয়ামী লীগ) এবং নুর মো. চাঁদ প্রামাণিক (বিএনপি)। বেড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের জানান, তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর প্রতি দোষারোপের আঙ্গুল তুলে বলা হচ্ছে, ঢালারচরসহ কয়েকটি ইউনিয়নে পাবনা-২ আসনের এমপির নিজস্ব প্রার্থী দেয়ায় বেশ জটিলতার সৃষ্টি হয়েছে। পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু এই অভিযোগের সত্যতা অস্বীকার করে জানিয়েছেন, তার নিজস্ব কোন প্রার্থী নেই। আওয়ামী লীগের প্রার্থীরাই তার প্রার্থী। বেড়া উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন বলেন, বিএনপি ঐক্যবদ্ধ থাকায় সুষ্ঠু নির্বাচন হলে প্রতিটি ইউনিয়নে বিএনপি নির্র্বাচিত হবে। বেড়া উপজেলায় ইউনিয়ন নির্বাচন নিয়ে আ.লীগ মনোনীত প্রার্র্থী, আ.লীগ বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির প্রার্থীরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। এদিকে, গত শুক্রবার রাতে চাকলা ইউনিয়নের আ.লীগ বিদ্রোহী প্রার্থী মো. শামীমূল ইসলামের বাড়ি-ঘরে হামলা ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া- নয় বিদ্রোহীর দাপটে বেকায়দায় আ.লীগ মনোনীত প্রার্থীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ