চিলমারীতে তেলশূন্য ভাসমান ডিপো

দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অবস্থিত ভাসমান তেল ডিপো যমুনা ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বার্জ
মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জের বারইখালী গ্রামের একটি খাল থেকে জান্নাতি আক্তার (১১) নামে ৫ম শ্রেণির এক শিশু ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সেলিনা বেগম নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে মাহফিল শুনে বাড়ি ফেরার পথে জান্নাতি নিখোঁজ হয়। নিহত জান্নাতি বারইখালী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী জালাল শেখের মেয়ে ও স্থানীয় মানিক মিয়া বালিকা দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী। থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, শিশুটিকে অপহরণ করা হয়েছে এমন সংবাদেরভিত্তিতে রোববার রাত ৩টা পর্যন্ত পুলিশ ও জান্নাতির স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। নিখোঁজের ১২ ঘণ্টা পরে গতকাল সোমবার সকাল ১০টার দিকে মাহফিল মাঠের পার্শ্ববর্তী খালের ঝোঁপের নিকট স্থানীয়রা জান্নাতীর মৃতদেহ ভাষতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।