Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যাস্ট্রোর সঙ্গে আপনাদের অধিকার নিয়ে কথা বলব : ওবামা

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার ভিন্ন মতাবলম্বীদের বলেছেন, কিউবা সফরকালে তাদের অধিকারের ব্যাপারে তিনি প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে আলোচনা করবেন। টেক্সাসে গত ১২ মার্চ সমবেত কিউবানদের তিনি এ কথা বলেন। ওবামা ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত এই ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রটি সফর করবেন। ওবামার আসন্ন কিউবা সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভিন্নমতাবলম্বীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তারা কিউবা-যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক সম্পর্ক চায় এবং কিউবার কমিউনিস্ট সরকারের বিরোধিতা করে আসছে। ১৯৫৯ সালে ফিদেল ক্যাস্ট্রোর গেরিলা বাহিনী মার্কিনপন্থি সরকারকে উৎখাতের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের কিউবা সফর ব্যাপক তাৎপর্যপূর্ণ বলে সবাই মনে করছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ¯œায়ুযুদ্ধকালীন বৈরী ভাবাপন্ন দেশ দুটি মাস পনেরো আগে নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়। ভিন্ন মতাবলম্বীদের দাবির ব্যাপারে ওবামা বলেন, আপনাদের মধ্যে যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে, আমরা তা গুরুত্বের সঙ্গে নিয়েছি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাস্ট্রোর সঙ্গে আপনাদের অধিকার নিয়ে কথা বলব : ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ