Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতিসংঘে ট্রাম্পের ভাষণ আজ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রাধান্য পাবে ‘আমেরিকা ফার্স্ট’ এবং উ. কোরিয়া প্রশ্ন
প্রথমবারে মতো জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএটুডে লিখেছে, নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এতে জাতিসংঘের সংস্কার প্রশ্ন এবং উ. কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপের প্রশ্ন প্রাধান্য পাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ বলছে, ভাষণে নিজের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন বিতর্কিত ওই মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প জাতিসংঘকে ‘পুনমির্লনী ও আড্ডা দেওয়ার ক্লাব’ বলে অভিহিত করেছিলেন। প্রথমবারের মতো ভাষণ দেওয়ার আগে জাতিসংঘের অনেক বিষয়ে উন্নতি করার কথা জানিয়েছেন ট্রাম্প। চলতি বছরের এই বিশ্ব সম্মেলনে অংশ নিচ্ছেন ১৩০টি দেশের নেতারা। তবে স্বাভাবিকভাবেই সবার চোখ থাকবে ট্রাম্পের দিকে।
ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে যুক্তরাষ্ট্রের মিত্র ও প্রতিপক্ষরা সবাই চিন্তিত। ওই নীতির আলোকে জাতিসংঘের সবচেয়ে বড় আর্থিক যোগানদাতা যুক্তরাষ্ট্র সহায়তা কমিয়ে দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুয়েতেরেস বলেছেন এতে করে ‘নিরসনের অযোগ্য সমস্যা’ তৈরি হবে। অধিবেশনে গুয়েতেরেজ তার বক্তব্য রাখবেন। বৈশ্বিক এই সংস্থা পুনর্গঠনে স্বাক্ষর করবেন অন্যান্য বিশ্বনেতারা।ফ্রান্স ও রাশিয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের উদ্বেগ, জাতিসংঘের কাঠামোগত উন্নয়নের চেয়ে আর্থিক সহায়তা কমানোর দিকেই বেশি মনোযোগী ট্রাম্প। চলতি বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৬০০ মিলিয়ন ডলার বাজেট কমানোর চেষ্টা করছিলেন জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি। শুক্রবার হেলি বলেছিলেন, ১২০টিরও বেশ দেশ যুক্তরাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তিনি একে অভূতপূর্ব বলেছেন। গুয়েতেরেসের নেতৃত্বে পরিবর্তনের পক্ষে সবাই বলে মন্তব্য করেন তিনি। -ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ