Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রোহিঙ্গারা অবৈধ অভিবাসী শরণার্থী নয় : রাজনাথ

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদেরকে শরণার্থী বলতে নারাজ দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, রোহিঙ্গারা অবৈধ অভিবাসী। মিয়ানমার রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে প্রস্তুত বলে দাবি করে রাজনাথ আরও বলেন, এ জনগোীর মানুষকে ফেরত পাঠানো নিয়ে আপত্তি করাটা অর্থহীন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) আয়োজিত সেমিনারে রাজনাথ এসব কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। ভারতের বিভিন্ন জায়গায় বসবাসরত রোহিঙ্গাদেরকে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনার বিরোধিতা করে স¤প্রতি দেশটির কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি)। গতকাল বৃহস্পতিবার এনএইচআরসির সেমিনারে এ প্রসঙ্গে রাজনাথ দাবি করেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা শরণার্থী নয়, নির্দিষ্ট নিয়ম মেনে এ দেশে আসেনি তারা, আশ্রয়ের জন্য আবেদনও করেনি। তারা অবৈধ অভিবাসী। রাজনাথের দাবি, ইউএন রিফিউজিস কনভেনশন ১৯৫১-তে স্বাক্ষর করেনি ভারত। সেক্ষেত্রে ভারত থেকে রোহিঙ্গাদের প্রত্যর্পণ করা হলে তাতে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে না। জি নিউজ, এবিপি।

 



 

Show all comments
  • Shamim ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১০:০৪ পিএম says : 0
    Gullir muke pran abedoner somoy khutae
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ