Inqilab Logo

ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২০, ১০ কার্তিক ১৪২৭, ০৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী

গোপালগঞ্জের দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্প অন্তহীন সমস্যায় জর্জরিত

| প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গোপালগঞ্জ সংবাদদাতা : অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্প। এ আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ খাবার পানির সঙ্কট তীব্র। ৫টি ডিপ-টিউবঅয়েলের মধ্যে ৪টিই বিকল। বৃষ্টি হলেই ঘরের টিনের চাল দিয়ে পানি পড়ে। বৃষ্টির পানিতে ঘরের মেঝ ভিজে বসাবাসে দুর্ভোগ সৃষ্টি করে। আর ঘরের সামনে পানি-কাদা জমে থাকে। ঘরের টিনের বেড়াগুলো জড়াজীর্ণ ও নিরাপত্তাহীন হয়ে পড়েছে। এখানে স্যানিটেশন ব্যবস্থায় বেহালদশা বিরাজ করছে। আশ্রয়ান প্রকল্পের টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আশ্রয়ণ কেন্দ্রে যাতায়াতের একমাত্র সাঁকে ভেঙ্গে পড়েছে। ঝুঁকি নিয়ে আশ্রয়ণ প্রকল্পের নিবাসীরা এ সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। কেউ অসুস্থ হলে তাকে এ সাঁকো পার হয়ে ডাক্তারের কাছে নিতে দুর্ভোগ পোহাতে হয়। সাঁকে ভেঙ্গে পড়ায় আশ্রায়ণে যান চলাচল ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ঝুকিপূর্ণ এ সাঁকো পারা হতে গিয়ে আনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া আশ্রয়ণের কমিউিনিটি সেন্টারের চাল ও বেড়া ২০০৭ সালে সিডরে উড়িয়ে নিয়ে যায়। কমিউনিটি সেন্টারের ভিটা ও খুঁটি দাঁড়িয়ে রয়েছে। আশ্রয়ণের ২টি উপাশনালয়েও বেহাল দশা বিরাজ করছে। এখনে শিশুদের কোন খেলার মাঠ নেই। এমন সব সমস্যা নিয়ে দিন কাটছে দেবগ্রাম আশ্রায়ণের ১শ’ পরিবার।
দেবগ্রাম আশ্রয়ণের নিবাসী মুক্তিযোদ্ধা নওয়াব আলী শেখ (৭০), শুকচান বাড়ৈ (৬৫) ও পারভীন বেগম (৪২) বলেন, ২০০১ সালে দেবগ্রামের ৮ একর জমির ওপর নির্মিত ওই আশ্রায়ণ প্রকল্পে ১০ মুক্তিযোদ্ধাসহ ১শ’ দুঃস্থ পরিবারকে পুনর্বাসন করা হয়। প্রত্যেককে ৮ শতাংশ জমির দলিলসহ দেয়া হয় বসবাসের ঘর। যতই দিন গড়াচ্ছে আশ্রয়ণে ততই সমস্যা প্রকট হচ্ছে। বৃষ্টি এলে টিনের চাল দিয়ে পানি পড়ছে। এ পানিতে ঘরের মেঝ ভেসে যাচ্ছে। ঘরের বেড়া জড়াজীর্ন হয়ে পড়েছে। বেড়া নড়বড়ে হয়ে পড়ায় ঘরগুলো নিরাপত্তাহীন হয়ে পড়ছে। গৃহবধূ কাঞ্চন বাকচী (২৫) বলেন, এখানে খাবার পানির সংকট তীব্র। ৫টি গভীর নলক‚পের মধ্যে ৪টিই বিকল। একটির পানি দিয়ে আশ্রয়ণের পানির চাহিদা মিটছে না। এখানকার টয়লেট ব্যবহারের অনুপযোগী। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হচ্ছে। বাসিন্দা নিখিল হালদার (৫৫) বলেন, কমিউনিটি সেন্টার সিডরে উড়িয়ে নিয়ে গেছে। মন্দির ও মসজিদের বেহাল দশা বিরাজ করছে। এখানে শিশুদের খেলার জায়গা নেই।
কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বিদ্যমান সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে প্রকল্প গ্রহন করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এলজিইডিতে পাঠানো হয়েছে। সাঁকো সহ সব সমস্যার সমাধান দ্রæত হবে বলে তিনি মন্তব্য করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোপালগঞ্জ


আরও
আরও পড়ুন