Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিফরেন্ট স্ট্রোকস : ম্যারাডোনা থেকে মেসি

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 

আজ ২৪ সেপ্টেম্বর। ক্যাম্প ন্যু’য়ের বার্সেলোনার ৫ যুগ পূর্তি। এ উপলক্ষ্যে ক্লাবের ইতিহাসের স্মরণীয় কিছু মুহূর্ত নিয়ে একটি ভিডিও অনলাইনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় দিয়েছে কাতালান জায়ান্টরা। স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৯৫৭ সালের ২৪ সেপ্টেম্বর। এরপর থেকে গত কয়েক দশকে বার্সেলোনার ১৮টি লা লিগা, ১৬টি কোপা দেল রে, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান কাপ জয়সহ অসাধারণ সব সাফল্যের সাক্ষী হয়েছে এই মাঠ। ইয়োহান ক্রুইফ, ডিয়াগো ম্যারাডোনা, রোনালদিনিয়ো ও লিওনেল মেসিরা ফুটবলের এই আঙিনাতেই তারকা হয়ে উঠেছেন। বার্সেলোনার জার্সি গায়ে এইসব তারকাদের উজ্জ্বল পারফরম্যান্স, তাদের দুর্দান্ত কিছু গোল এবং ক্লাবের বিভিন্ন ইতিহাস গড়ার মুহূর্ত নিয়ে ভিডিওটি তৈরি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ