Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৫ শতাংশই ফেল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৫৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের ফল ঘোষণা করা হয়েছে। এতে প্রায় ৮৫ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। পাস করেছেন মাত্র ১৬ দশমিক ৫৬ শতাংশ পরীক্ষার্থী।

সোমবার দুপুরে ঢাবির সিনেট ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ফল ঘোষণা করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলওয়ার হোসেন ও ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রহমান।

‘খ’ ইউনিটের ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে। এ ছাড়া মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমেও ফল পাওয়া যাবে। এর জন্য DU KHA-টাইপ করে ১৬৩২১ নম্বরে খুদেবার্তা পাঠাতে হবে।

গত ২২ সেপ্টেম্বর ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৩টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। দুই হাজার ৩৬৩টি আসনের জন্য মোট ৩১ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী আবেদন করে। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ১৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ