Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মনোহরদীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধকোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ

| প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : শিক্ষক নিয়োগের নামে মনোহরদীর দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। বেলাব উপজেলার বিন্নাবাইদ গ্রামের আবুল কালাম কাছ থেকে ২লক্ষ টাকা, মনোহরদীর কৃষ্ণপুর গ্রামের আহসান হাবীব’র কাছ থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা, একই গ্রামের জাহাঙ্গীর আলম’র কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, মোঃ মানিক মিয়াকে স্কুলের নৈশপ্রহরী হিসেবে নিয়োগ দেওয়া কথা বলে ৫০ হাজার টাকাসহ এই বিপুল অংকের টাকা ঘুষ নিয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষক আব্দুর রশিদকে নোটিশ পাঠালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে টাকা নেয়ার কথা স্বীকার করেন এবং পরে দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম ও কাচিকাটা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন কনকের উপস্থিতিতে ৩শত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই মর্মে মুচলেকা প্রদান করেন যে, তিনি উল্লেখিত ব্যক্তিগনের নিকট থেকে টাকা নিয়েছেন, কিছু টাকা ফেরত দিয়েছেন এবং বাকী টাকা ফেরত দিবেন। শুধু তাই নয় এই নিয়োগ প্রক্রিয়া আইনসিদ্ধ না হওয়ায় পরবর্তীতে আবার বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইন্টাভিউর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে শিক্ষক নিয়োগ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ