এএনএল-এর সঙ্গে কৃষকদের অ্যাকাউন্ট খোলার চুক্তি করল ইউসিবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) আজ (মঙ্গলবার) ব্যাংকের কর্পোরেট অফিসে এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের (এএনএল) সাথে
ইনকিলাব ডেস্ক : দুই লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে দীর্ঘ তিন মাসের অভিযান শেষে গতকাল এক লাখ ৯৪ হাজার মেট্রিক টন আমন মজুদ করার মধ্য দিয়ে এই কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১৫ ডিসেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সরকার আমন ধান সংগ্রহের অভিযান পরিচালনা করেছে। খাদ্য বিভাগের (ক্রয় বিভাগ) পরিচালক ইলাহী দাদ খান বলেন, আমরা আশা করেছিলাম সময় সীমার মধ্যে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। যা নির্ধারিত মূল্যের কারণে কৃষকদের জন্য একটি উত্তম প্রণোদনা। এই কর্মকর্তা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দ্বিগুণের বেশি সংগ্রহ করতে এই উত্তম প্রণোদনা কৃষকদের উৎসাহিত করবে। সরকার সারাদেশ থেকে ৩১ টাকা কেজি ধরে দুই লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।