Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাতালোনিয়ায় স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ ভোট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৭, ১১:৪২ এএম | আপডেট : ৪:১৫ পিএম, ২ অক্টোবর, ২০১৭

কাতালোনিয়া সরকার সোমবার জানিয়েছে, স্পেন থেকে বেরিয়ে গিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের ব্যাপারে কাতালোনিয়ায় যে গণভোট অনুষ্ঠিত হয় সেখানের ৯০ শতাংশ জনগণ এর পক্ষে সমর্থন জানিয়েছেন। যদিও মাদ্রিদ এ গণভোটকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

এক সংবাদ সম্মেলনে এ আঞ্চলিক সরকারের মুখপাত্র জর্দি তুরুল জানান, একটি প্রজাতন্ত্র থেকে বেরিয়ে এসে আপনি কাতালোনিয়াকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চান কিনা এমন প্রশ্নে এ অঞ্চলের ২০ লাখ ২০ হাজার লোক ‘হ্যাঁ’ ভোট দেন। তিনি আরো জানান, মোট ২২ লাখ ৬০ হাজার লোক এ ভোটাভুটিতে অংশ নেন।

সূত্র: এএফপি



 

Show all comments
  • শরীফ ২ অক্টোবর, ২০১৭, ১২:৩৪ পিএম says : 0
    আমার মতে তাদেরকে স্বাধীণতা দেয়া উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ