Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বোদা সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ

| প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। সম্প্রতি জাতীয় শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই বিদ্যালয়টিকে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় ঘোষণা করেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজনী প্রসাদ ঝাঁ বলেন, বিদ্যালয়ের সকল দিক গুনে মানে ভাল হওয়ায় আমরা জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ে হতে পেরেছি। তিনি আরো জানান, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৩৭৫ জন। কর্মরত শিক্ষক সংখ্যা ১১জন, এর আগে এই বিদ্যালয়টি ইউনিয়ন পর্যাযে ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছিল। বিদ্যালয়ের পাশের হার শতভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ