Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০, ২২ শ্রাবণ ১৪২৭, ১৫ যিলহজ ১৪৪১ হিজরী

এ সপ্তাহের পদাবলি

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


মতিয়ার রহমান
ঘাগট পাড়ের মেয়ে

মাঝে মাঝে ঘুমহীন সারারাত
কেটে যায়, তন্দ্রায়-দুরাশায়।
স্বপ্নে আসে ঘাগট পাড়ের মেয়ে
চঞ্চলা চপলা নামটি বলছি না।

মেয়েটির ডাগর চোখে নদী ছিল
সে নদীর ঘাটে নিরব কোলাহল-
আকুলি-বিকুলি অষ্টাদশী যুবতি
নুড়ি বালি স্মৃতি সাদা কাশবন ।


আজ পরবাসে যায় স্মৃতি
আঁধার নামে ঘাগট পাড়ে
সুখের অভিসার ভেঙ্গে গেলে
কষ্ট জমে ধূসর বালুচরে।

স্বপ্নে আসে ঘাগট পাড়ের মেয়ে
আমার জীবন মানে- নদী বহে।

দেলোয়ার হোসাইন
আমি মরে গেলে

আমি মরে গেলে কোথাও নিভে যাবে না কোন আলো, আকাশ থেকে
খসে পড়বে না কোন তারা, থেমে যাবে না মানুষের
কোলাহল, শুধু সূর্যের খরতাপে দেবে যাবে মাটি
অচেনা অন্ধকার খাবলে খাবে পাপের শরীর...
আমি মরে গেলে খেয়ালী বাতাসে মুছে যাবে কলঙ্ক, থেমে যাবে
শব্দের অবাধ ওড়াউড়ি, নাগরিক শোক সভায়
আমাকে ভালো মানুষের মলাট পরানো হবে...!
আমি মরে গেলে দূর থেকে যেন দেখতে পাই বাংলাদেশ তুমি
ভালো হয়ে গেছো... 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ