Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এইচআইভি, সমকামীদের হিরো এওয়ার্ড

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : সমকামী অধিকার আন্দোলন ও এইচআইভি আন্দোলনের ক্ষেত্রে অবদান রাখায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ই নভেম্বর রোববার এর মধ্য থেকে সেরাদের বেছে নেয়া হবে। যারা বিজয়ী হবেন তাদেরকে দেয়া হবে হিরো এওয়ার্ড। নভেম্বরে ব্যাংককে এ বিষয়ে একটি গালা অনুষ্ঠান হবে। তহবিল সংগ্রহের জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখান থেকে এ অঞ্চলে এইচআইভি ও সমকামী স¤প্রদায়ের কাজকে সম্মানিত করা হবে। প্রাথমিকভাবে বিভিন্ন দেশ থেকে সাড়ে তিন শতাধিক নমিনেশনের ভিতর থেকে সাতটি ক্যাটেগরিতে এ পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে মোট ২১ জনকে। ১২ই নভেম্বর এর গালা অনুষ্ঠান হবে পালম্যান ব্যাংকক কিং পাওয়ার হোটেলে। সেখানে প্রতিটি ক্যাটেগরি থেকে একজন বিজয়ীকে বাছাই করা হবে। আঞ্চলিকভাবে এইচআইভি ও এলজিবিটি স¤প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা একটি নেটওয়ার্ক হলো অ্যাপকম। তাদের দশম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে এই পুরস্কারের বিশেষ আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠান থেকে এইচআইভি শিক্ষা, প্রতিরোধ, চিকিৎসা, সেবা যতœ ও মানবাধিকার বিষয়ে অ্যাপকমের গুরুত্বপূর্ণ কাজ করার জন্য অর্থ সংগ্রহ হবে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ