Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবার অধিকার সীমিত হলো যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কর্মীদের বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা দিতে নিয়োগকারী প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা তুলে নিয়ে নতুন নির্দেশ জারি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) এই নির্দেশের কথা জানায় বলে খবর বিবিসির। নতুন নির্দেশে বলা হয়েছে, যদি জন্মনিয়ন্ত্রণ সেবা দিতে গিয়ে তাদের ধর্মীয় কিংবা নৈতিক বিশ্বাস ভঙ্গ হয় তাহলে নিয়োগকারী প্রতিষ্ঠান ও বীমা কর্মীরা তা দিতে অস্বীকৃতি জানাতে পারবে। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাওয়া ওবামাকেয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ওই আদেশে শুধু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ছাড় ছিল; কর্মীদের জন্ম নিয়ন্ত্রণ সেবা দেওয়া না দেওয়া সেসব প্রতিষ্ঠানের মর্জির ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। খবরে বলা হয়, বিভিন্ন কোম্পানিকে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা দিতে ওবামা আমলে করা আগের আদেশে অন্তত সাড়ে ৫ কোটি মার্কিন নারী সুবিধা পেয়েছেন। হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার আগেই ট্রাম্প পূর্বসূরীর আদেশটি বাতিলের প্রতিশ্রæতি দিয়েছিলেন। তার ধারাবাহিকতাতেই নিয়োগকারী ও বীমা কোম্পানিগুলোর জন্য ‘নৈতিক ছাড়ের’ সুযোগ রেখে নতুন নির্দেশটি জারি করা হল। এইচএইচএস জানায়, জন্ম নিয়ন্ত্রণ সেবা দেওয়ার বাধ্যতা থেকে সরে আসতে এবং বিনামূল্যে গর্ভনিরোধক সামগ্রী দিতে অস্বীকৃতি জানাতে পারবে এমন প্রতিষ্ঠানের বিস্তৃতি গুরুত্বপূর্ণ। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এবং ন্যাশনাল ওমেনস ল সেন্টার কেন্দ্রীয় সরকারের নতুন এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে। নিয়ম বদলানোর ঘোষণা দেওয়ার সময় এইচএইচএসের কর্মকর্তারা একটি গবেষণার দাবি করা তথ্য-উপাত্ত টেনে বলেন, বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ সেবা ও গর্ভনিরোধক সামগ্রী দঝুঁকিপূর্ণ যৌন আচরণ’ উৎসাহিত করছে। বিনামূল্যে না পেলে কতো সংখ্যক নারী জন্ম নিয়ন্ত্রণ সুবিধা হারিয়ে বিপদে পড়বে ওই গবেষণায় সে সম্পর্কিত কোনো তথ্য ছিল না। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ