Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহীতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার উদ্যেগে জাতীয় প্রতিযোগীতা-২০১৭ এর আওতায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে আজ (রবিবার) দিনব্যাপী এক বর্ণাঢ্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগীতার বিষয় হচ্ছে আরবী ভাষা ও ইসলামী জ্ঞান। রাজশাহী মহানগরীর মুন লাইট গার্ডেন কনভেনশন সেন্টারে প্রথম পর্ব সকাল ৯.০০ টা থেকে প্রতিযোগীতার বর্ণাঢ্য আয়োজন শুরু হবে। দ্বিতীয় পর্বে বিকাল ৩.০০ টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানমালা। নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসা, নওগাঁ এর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আরবী, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ এ প্রতিযোগীতার উদ্দেশ্য প্রসঙ্গে বলেন, আমরা চাই দেশে আরবী ভাষায় ও ইসলামী জ্ঞানের আলোকে উদ্ভাসিত আন্তর্জাতিক মানের পারদর্শী শিক্ষার্থী তরুণ প্রজন্ম গড়ে তুলতে। যারা মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দেশে ও বিদেশে জাতির জন্য সুনাম বয়ে আনবেন। আমরা শিক্ষার্থীদের মেধাকে উৎকর্ষতা প্রদান ও অনুপ্রাণিত করার লক্ষ্যে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগীতার আয়োজন করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ