পানিতে ডুবে যাচ্ছে কৃষকের স্বপ্ন : ধান পচে যাচ্ছে ক্ষেতে

যশোরের ক্ষেতের পাকা ধান নিয়ে মহাবিপাকে পড়েছেন কৃষক। কাটা ধান পচে যাচ্ছে ক্ষেতে, এক দিকে
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে গতকাল শনিবার সকালে এক ট্রেন যাত্রীর পা কাটা পড়েছে। সৈয়দপুর-খুলনাগামী আন্তঃনগর রুপসা ট্রেন গতকাল শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে সৈয়দপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা। এ সময় চলন্ত ট্রেনে উঠার জন্য যায় শহরের বাঁশবাড়ি এলাকার মৃত চাঁন মিয়ার পুত্র মামুন (৩৫)। ট্রেনে উঠার সময় পা পিছলে নিচে পড়ে ট্রেনের চাকায় তার ডান পা কেটে আলাদা হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে প্রথমে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে জিআরপি থানার ওসি লুৎফর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।