Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কারাভোগের পর ১২ বাংলাদেশি নারী ও শিশু- কিশোরকে হস্তান্তর

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : ভারতে চার বছর কারাভোগের পর ১২ জন বাংলাদেশী কিশোর ও নারী শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে গতরাতে বাংলাদেশে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সাড়ে চার বছর আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমাšত পথে ভারতে পাচার হওয়া নয় কিশোর ও তিন নারী-শিশু কোলকাতা রেল স্টেশন এলাকায় আটক হয় পুলিশের হাতে। পরে তাদের চার বছর জেল হওয়ার পর সাজার মেয়াদ শেষে স্বদেশ প্রত্যাবর্তন আইনে দেশে ফেরত আনা হয়।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল্লাহীল ওয়াফী জানান, বিজিবি তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে তাদের হস্তান্তর করেছে। ফেরত আসা বাংলাদেশিরা হলেন, যশোরের বেনাপোল বন্দর এলাকার ধুলাখার ছেলে আলামিন (১৪), যশোর সদরের নদলীদাহ গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন (১৩), শার্শা উপজেলার শিকারপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে সবুজ (১৪), বাঘারপাড়া উপজেলার কড়াইতলা গ্রামের আক্তারুজ্জামানের ছেলে মাজহারুল ইসলাম (১৪),গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাঘমাসি গ্রামের বিভূধানের ছেলে রনি (১৫), বরিশালের গৌরনদী উপজেলার ঘুরিয়া গ্রামের সুবোধ সিকদারের ছেলে বিনয় সিকদার (১৪), আগৈলঝড়া উপজেলার হুসিয়ারমাত গ্রামের সুব্রত সরকারের ছেলে ইমন সরকার (১৫), কুইচারমার গ্রামের বাদল বরইয়ের ছেলে বাধন বরই (১৫), নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার আজমারিবাদ গ্রামের নুরুল ইসলামের ছেলে ছাব্বির হোসেন (১৩), ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবালামারী গ্রামের রুপম ফকিরের মেয়ে শিল্পী আক্তর (১৯), নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের আবু কাশেম মোল্লার স্ত্রী শিরিনা বেগম (৪০) ও রাগু খানের মেয়ে রিয়া খান (৫)।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলার সমন্বয়কারী কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ফেরত আসা কিশোর ও নারী শিশুদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায়, তবে তাদের আইনি সহয়তা দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাভোগের পর ১২ বাংলাদেশি নারী ও শিশু- কিশোরকে হস্তান্তর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ