লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার সামনে প্রাইভেটকার উল্টে আহত ২
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অতিরিক্ত গতির কারণে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় ২ জন গুরুতর আহত
২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে চট্টগ্রামে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নগরীর জামালখান সড়কে চট্টগ্রাম প্রেসক্লাবে পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর এক প্রতিনিধি সম্মেলন থেকে আরও দশ নেতাকর্মীসহ তাকে আটক করে পুলিশ। এর মধ্যে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও রয়েছেন।
লেবার পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর শাখা ‘রুখো আগ্রাসন হটাও দুঃশাসন’ শীর্ষক এ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছিল। এ সময় সম্মেলনের প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।