লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার সামনে প্রাইভেটকার উল্টে আহত ২
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অতিরিক্ত গতির কারণে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় ২ জন গুরুতর আহত
অর্থনৈতিক রিপোর্টার : মাস্টারকার্ড সম্প্রতি রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে ‘মাস্টারকার্ড করপোরেট পেমেন্ট সলিউশনস কনক্লেভ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। এই সভায় মাস্টারকার্ডের কমার্শিয়াল পেমেন্ট ক্যাপাবিলিটিজ অর্থাৎ বাণিজ্যিক পরিশোধে কার্ডব্যবস্থা কীভাবে একটি প্রতিষ্ঠানের বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি বা অন্য প্রতিষ্ঠানের সাথে) এবং করপোরেট ও বিনোদন (টিঅ্যান্ডই) সংক্রান্ত লেনদেনের চাহিদা মেটায় তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; সাউথ এশিয়া মাস্টারকার্ডের প্রডাক্ট সেলস-কমার্শিয়াল পেমেন্টস অ্যান্ড সলিউশনসের পরিচালক ভিনীত আগরওয়াল; ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) অ্যাক্টিং হেড অব বিজনেস এম খোরশেদ আনোয়ারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা এবং বিভিন্ন করপোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।