স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর দক্ষিণ শাখার শ্যামপুর মডেল থানা, যাত্রাবাড়ী থানা এবং ডেমরা থানা মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সুপারিশক্রমে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল সভাপতি রাজিয়া আলিম এবং সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূঁইয়া ওই কমিটি অনুমোদন করেন। গতকাল (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাঃ নাসিমা হোসেন তালুকদারকে সভাপতি, আসমা করিমকে সাধারণ সম্পাদক এবং হাছিনা বেগম হাসিকে সাংগঠনিক সম্পাদক করে শ্যামপুর থানা জাতীয়তাবাদী মহিলা দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।