Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

হরতালে নাশকতারোধে সতর্ক পুলিশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নাশকতারোধে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ, র‌্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই সতর্ক অবস্থানে রাখা হয়েছে। স্পর্শকাতর স্থানসমূহ আনা হয়েছে গোয়েন্দা নজরদারিতে। পুলিশ সূত্রে জানা গেছে, অতীতে হরতালের নামে নাশকতা বা জানমালের ক্ষতি হয়েছে। এই হরতালে তেমন কিছু যেন না হতে পারে সেজন্য পুলিশকে সতর্ক রাখা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার মোড় এবং চোরাগোপ্তা হামলা প্রতিরোধে গলির মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল। উল্লেখ্য, জামায়াতের আমির মকবুল আহমদসহ ৯ নেতাকে গ্রেফতার এবং তাদের রিমান্ডে নেয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হরতাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ