Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মার্কিন ফ্রিগেট ঠেকাতে দ. চীন সাগরে যুদ্ধবিমান ও ফ্রিগেট পাঠিয়েছে চীন

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকার কাছে মার্কিন ফ্রিগেটের চলাচল ঠেকাতে দুইটি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার এবং একটি গাইডেড-ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট পাঠিয়েছে বেইজিং। এর আগে তিন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস চ্যাফি দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জের ১৬ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে গিয়েছে। মার্কিন ডেস্ট্রয়ারের আচরণকে চীন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুয়িং। এতে চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, উভয় দেশের অগ্রবর্তী ব্যক্তিদের জীবন এতে হুমকির মুখে পড়েছে। ওয়াশিংটনের কাছে এ বিষয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে বেইজিং। পাশাপাশি চীনের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য আমেরিকার প্রতি আহŸানও জানানো হয়েছে। সিনহুয়া, রয়টার্স।

 



 

Show all comments
  • রবিউল ১৩ অক্টোবর, ২০১৭, ৩:৩৬ এএম says : 0
    এ খেলা জমবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ