Inqilab Logo

ঢাকা, রোববার, ১৯ আগস্ট ২০১৮, ০৪ ভাদ্র ১৪২৫, ০৭ যিলহজ ১৪৩৯ হিজরী‌

সুচিত্রা সেনকে নিয়ে অবসকিউরের গান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

হলুদ শাড়ি বেশ খোলা চুল দিচ্ছে হাওয়া আঁচল জুড়ে। পাতার কুচি দু-একটা ফুল তোমার মুখে আসলো উড়ে। মেঘ আকাশে অবাক চোখে ভাবছে এমন সুন্দরী কে। ভালো করে চেয়ে দেখি আসছো তুমি আমার দিকে। অনেক সময় দাঁড় করিয়ে বললে তবে কোথায় ছিলেন। নাম ভুলেছি তুমি নীরা নাকি আমার সুচিত্রা সেন-এমন কথার গানটির শিরোনাম সুচিত্রা সেন। জনপ্রিয় ব্যান্ড অবসকিওরের পরবর্তী অ্যালবাম স্টপ জেনোসাইড-এ গানটি থাকছে। গানটির অংশ বিশেষ শোনা যাচ্ছে ব্যান্ডটির অফিশিয়াল ইউটিউব চ্যানেল। গানটি লিখেছেন অমিত গোস্বামী। গানটি স¤পর্কে অবসকিওর ব্যান্ডের গায়ক ও দলনেতা সাইদ হাসান টিপু বলেন, সুচিত্রা সেন নামটি শুনলে মনের ভেতর একটাই শব্দ বেজে ওঠে আহা! নতুন এ গানটিতে প্রেমিকের কল্পনায় তিনি হাজির হবেন। এতে উঠে এসেছে দার্জিলিংয়ের প্রেক্ষাপট, যেখানে তিনি বেড়াতে এসেছেন। গানটি শুনলে মনে হবে, পাহাড় আর বরফের মধ্যে আছি। তিনি জানান, শিগগিরই স্টপ জেনোসাইড প্রকাশ হচ্ছে। টাইটেল গানটি লেখা হয়েছে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে। এ গানটিও প্রকাশ হয়েছে ইউটিউবে। আরো শোনা যাচ্ছে কৃষ্ণকলি ও আলতাফসহ কয়েকটি গান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।