Inqilab Logo

শনিবার, ২০ আগস্ট ২০২২, ০৫ ভাদ্র ১৪২৯, ২১ মুহাররম ১৪৪৪
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা চিত্রকোট ইউনিয়নে ধলেশ্বরী নদীর উপর ভয়ে যাওয়া অবদা টাওয়ার যেন এখন মরন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে, এলাকাবাসী ও নদী পথে চলাচলকারী বিভিন্ন যান্ত্রিক বাহন যেমন লঞ্চ,ট্রলার,জাহাজ,নৌকা সহ বিভিন্ন বাহন ঝুঁকি নিয়ে চলছে। দেখার যেন কেউ নেই, কতৃপক্ষের নেই কোন তৎপরতা ফলে দিনের পর দিন মানুষ ঝুঁকি নিয়ে চলছে এলাকাবাসীর দাবি দ্রুত ব্যাবস্থা নেয়ার। নদীর পারে অবস্থিত এই ৩৩ হাজার কেবি টাওয়ারের নিচে মাটি প্রতি বছরের বর্ষাকালে পানির জোয়ারের ধাক্কায় মাটি সরে যাওয়ার ফলে ঝুঁকির মুখে স্থলপথ ও জলপথ যানবাহন ও মানুষ, এ ব্যাপারে চিতকোট ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি বলেন হে এই টাওয়ারটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এখনই এর দ্রুত ব্যাবস্থা নেয়া দরকার কতৃপক্ষের। ছবি আজ রবিবার তোলা - এস এ মাসুম