Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ২৬ মে ২০১৭, ১২ জ্যৈষ্ঠ , ১৪২৪, ২৯ শাবান ১৪৩৮ হিজরী

গø্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের নতুন জিএম প্রশান্ত পান্ডে

অর্থনৈতিক রিপোর্টার : গø্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ এর নতুন জেনারেল ম্যানেজার, মায়ব্যান (মায়ানমার, বাংলাদেশ এবং নেপাল) হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন প্রশান্ত পান্ডে। প্রশান্ত, গøাক্সোস্মিথক্লাইন ভারত থেকে বাংলাদেশে স্থানান্তরিত হয়ে আসেন। এর পূর্বে তিনি গø্যাক্সোস্মিথক্লাইন ইন্ডিয়াতে নিউট্রিশন এবং ডাইজেস্টিভ হেলথ, এক্সপার্ট অ্যান্ড মার্কেটিং এক্সিলেন্স (এনএইচডি) বিভাগের মার্কেটিং প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। জিএসকে বাংলাদেশের কনজিউমার হেলথকেয়ার বিভাগের জেনারেল ম্যানেজার পদ থেকে জি ভেঙ্কাটরামানি অবসর গ্রহণ করছেন। তার স্থানে দায়িত্ব পালন করবেন প্রশান্ত।

...

আর্কাইভ