Inqilab Logo

বুধবার, ২৯ জুন ২০২২, ১৫ আষাঢ় ১৪২৯, ২৮ যিলক্বদ ১৪৪৩ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

আমরা জানি যে, মানুষ মারা গেলে কবর দাফন করার পর মুনকার নাকির প্রশ্ন করেন বা কবরের হিসাব নিকাশ শুরু হয়। প্রশ্ন হলো, কেউ যখন বিদেশে মারা যায় বা বেওয়ারিশ লাশ হিসাবে বিবেচিত হয়ে এক দু’মাস বা বছর ধরে ফ্রিজিং করা থাকে, তাদের হিসাব নিকাশ কখন হয়?

উত্তর : কবর অর্থ একটি গর্ত নয়। কবর একটি জগতের নাম। দুনিয়া ও মাটির দেহ ছেড়ে আত্মা যেই জগতে যায়, তার নাম কবর জগত কিংবা আলমে বরযখ। লাশ মমি করে হাজার বছর রেখে দিলে, ফ্রিজিং করে কয়েক মাস রেখে দিলে বা কুমিরে খেয়ে ফেললে, সাগরে ভাসিয়ে দিলে কিংবা আগুনে জ্বালিয়ে দিলেও এই লাশের বা আত্মার সাথে কবর জগতের সব কিছুই ঘটতে থাকে। এটি আমাদের বোঝা বা ধরা ছোয়ার বিষয় নয়। আশা করি বিষয়টি আপনার বুঝে এসেছে।উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি...

আর্কাইভ
রোব সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি