Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯, ৩০ আশ্বিন ১৪২৬, ১৫ সফর ১৪৪১ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর


প্রশ্ন : আমাদের একটা জমি আছে। আমরা এখানে ঘর করতে চাই ভাড়া দেয়ার জন্য। কিন্তু ঘর করার মতো পর্যাপ্ত টাকা আমাদের হাতে নেই। আমরা চাচ্ছি ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘর করতে। তাদের সাথে কথা বলে জানতে পারি, আমাদের নিজেদের ৫০% টাকা থাকলে তারা ঋণ দেবে এবং তা ১০ বছরে পরিশোধ করতে হবে। প্রতি মাসে কত দিতে হবে, প্রশ্নের জবাবে তারা বলে এটা ঘরের ভাড়ার ওপর নির্ভর করবে?

উত্তর : এখানে যে বিবরণ আছে সবই যদি শরীয়া অনুযায়ী বাস্তবায়িত হয় তাহলে নির্দ্বিধায় ঘর করতে পারেন। ৫০% ইকুইটি মানে আপনার প্রস্তুতি। জমিও আপনার। বাকি ৫০% টাকা ভাড়া থেকে ব্যাংক ১০ বছরে নেবে। এখানে ব্যাংক মালিকানায় অংশী হচ্ছে। তারা বিনিয়োগ...প্রশ্ন : আমার মায়ের অনেক বয়স। তিনি কিছু বোঝেন না। মতিভ্রম হয়ে গেছে বলা যায়। একবার আমার স্ত্রী মাকে গোসল করানোর সময় হারামজাদী বলে গালি দেয়। বাহির থেকে ঘরে ঢোকার সময় তা আমি শুনে ফেলি। পরে আমার স্ত্রী আমার মায়ের কাছে মাফ চায়; কিন্তু এখনো এটা আমার মনে হলে খুব কষ্ট পাই। আজ পর্যন্ত আমার স্ত্রী আমার ভাই-বোনদের আপন করে নিতে পারেনি, যদিও আমি তার সব আত্মীয়স্বজনকে নিজের আপন করে নিয়েছি। এখন আমার কী করণীয়?

উত্তর : আপনার ধৈর্য ধরতে হবে। পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হবে। আপনার স্ত্রী ভুল করলেও তাকে আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন। আপনার পরিবারের সাথে আপন হওয়ার সময় সুযোগ দিন। কোনো সমস্যা থাকলে তা দূর করার চেষ্টা করুন। তার পরিবারকে আপনি আপন...


আর্কাইভ