Inqilab Logo

শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০ আশ্বিন ১৪২৮, ১৭ সফর ১৪৪৩ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর


আমি বিবাহিত, বিয়ে করেছি ২৪ বছর। আমাদের ২০ বছরের একটা ছেলে আছে। আমরা প্রায় ১০ বছর ধরে এক বাড়ীতে আলাদা ঘরে থাকি। ছেলে তার মায়ের কাছে ঘুমায়। কোন একটা কারনে এক সাথে থাকি না। এই ব্যপারটা আমার ও তার বড় ভাই, ভাবি, বোন জানে। আমি আমার বড় ভাই, ভাবিকে জানায়েছি, কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। আমদের মধ্যে এক সাথে থাকা ছাড়া সংসারের যাবতীয় কাজ ও দায়িত্ব স্বাভাবিকভাবে চলছে। এখন তার সাথে কি আমার তালাক হয়ে গেছে? না হলে কি অবস্থায় আছে বা আমার করনীয় কি?

উত্তর : যদি আপনারা বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে না থাকেন, তাহলে দীর্ঘদিন দৈহিক মিলন না হলেও সম্পর্কের কোনো ক্ষতি হবে না। যদি পরস্পরে সমঝোতার ভিত্তিতে আলাদা ঘরে কেউ থাকতে চায়, আর বসবাস একই সাথে, একই সংসারে করে, তাহলে এতে বিবাহ বন্ধনের...
কোনো বাবা যদি জীবিত থাকা অবস্থায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে তার সকল সম্পত্তি ছেলেদেরকে দিয়ে দেয়। এক্ষেত্রে তার মরনের পরে তার ছেলেদের কোনো দায়বদ্ধতা আছে কিনা বোনদেরকে বাবার সম্পত্তিতে ভাগ দেয়ার। ছেলেরা কি বাবাকে দায়মুক্ত করতে পারে? ছেলেরা কি এজন্য কোন প্রকার দায়বদ্ধ কিনা বোনদের নিকটে? মেয়েরা কি তার বাবাকে দায়মুক্ত করতে পারে?

উত্তর : এজন্য পিতা আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবেন। তবে ভাইয়েরা স্বেচ্ছায় বোনদের পরিমাণ মতো অংশ দিয়ে পিতাকে দায়মুক্ত করতে পারে। তবে এটি ঐচ্ছিক। আবার মেয়েরাও যদি খুশি মনে দায়মুক্তি দেয়, তাহলেও পিতার কোনো দোষ থাকবে না। কিন্তু ভাইয়েরা এখানে দায়ী...

আর্কাইভ
রোব সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি