Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯, ৩০ আশ্বিন ১৪২৬, ১৫ সফর ১৪৪১ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : কোনো কাজে যাত্রা করার সময় বেপর্দা মহিলা নজরে পড়লে কি বুঝতে হবে যে, কাজটি অশুভ হবে? বহু দীনদার ও জ্ঞানী ব্যক্তির নিকট শোনা যায় যে, এভাবে কাজ অশুভ হয়, আপনার মতামত জানতে চাই।

উত্তর : ইসলামে প্রচলিত অর্থের শুভ-অশুভ বলতে কিছু নেই। কোথাও বৈধ উদ্দেশে রওয়ানা করলে বা কোনো বৈধ কাজে যাত্রা করলে আল্লাহর নামে, তার ওপর ভরসা করে শুরু করলে রাস্তায় বা নজরে যা কিছুই পড়–ক অশুভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর অপকর্মে, অবৈধ উদ্দেশে যাত্রা করলে রাস্তায় যত ভালো কিছুই নজরে পড়–ক, এ যাত্রা বা উদ্দেশ্য শুভ হতে পারে না। সৎ-অসৎ, পাপ ও পুণ্য ইত্যাদি ধারণা ইসলামে প্রতিষ্ঠিত। কিন্তু প্রচলিত শুভ-অশুভ ইসলামে নেই। অতএব, আপনার জিজ্ঞাসার বেপর্দা নারী প্রসঙ্গটির সিদ্ধান্তও এই...

আর্কাইভ