Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ০২ কার্তিক ১৪২৬, ১৭ সফর ১৪৪১ হিজরী

আইটি এন্ড টেলিকম

অ্যান্ড্রয়েড ৭.০ নুগেট

img_img-1571292505

শওকত আলম পলাশ অ্যান্ড্রয়েড ভক্তরা অপারেটিং সিস্টেম ৭.০-এর প্রতীক্ষায় রয়েছেন। গোটা গ্রীষ্ম ডেভেলপারদের দিকে তাকিয়েই আছে মানুষ। তবে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অ্যান্ড্রয়েডে সর্বসাম্প্রতি সংস্করণ ‘নুগেট’-এর শেষ সংস্করণটির খবর বাতাসে ছড়িয়েছে। গুগলের স্মার্টফোন ও ট্যাবে পাওয়া যাবে নতুন সংস্করণ। নেক্সাস ৬, নেক্সাস ৫এক্স, নেক্সাস ৬পি, নেক্সাস ৯, নেক্সাস প্লেয়ার এবং পিক্সেল সি-তে পাওয়া যাবে নুগেট। এসব যন্ত্রের ৬.০.১ মার্শমেলোকে আপডেট করে ৭.০ নুগেটে নিতে হবে। এখন নির্মাতা নুগেটকে নিয়ে শেষ পর্যায়ের পরীক্ষা চালাচ্ছেন। এটি চলাকালে অপেক্ষায় থাকতেই হচ্ছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন...

আর্কাইভ