Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০, ০১ শ্রাবন ১৪২৭, ২৪ যিলক্বদ ১৪৪১ হিজরী
শিরোনাম

সাহিত্য

এ সপ্তাহের কবিতা

হাসান ইকবালচোরাবালি আমার ভাবনার আকাশে নুড়ি পাথরের ধ্রæপদী ডাক ক্রমাগত টুং টাং শব্দে আলোকিত করে দীপাধার,দুঃখের দুয়ারে কে জ্বালে দীপন আলো প্রমোদ প্রবাহে? রাতের ছাদে কারা যেন মেতেছে সময়ের গভীর আহবানে রূপালী আলোর জোছনায় আজ বড় বেশি বিব্রত সময়,প্রবোধ পথে এসো বিসর্গ বেদনার লোনাজলে ভাসি। নাবিল তুরাবকাশকন্যা কাশফুলের মাঝে তুমি দাঁড়িয়ে আছো, অগণন সাদা কাশফুলতুমুল আকাশে মুখ করা, কখনোবা ডানেবাঁয়ে ফেরাশাড়ির কিনারে যখন ফুটে ওঠে ভাসমান জাহাজ, উৎসাহী মাছতখনও তুমি স্থির শান্ত অথচ আবেগে ফেটে পড়ামাঠব্যাপী কাশফুল। বিকেলের আবছা আলোসামান্য গোলাপি আভা ঘাসজুড়ে।নতজানু সূর্য...

আর্কাইভ