ঝিনাইগাতীতে শসার বাম্পার ফলন : উৎপাদন খরচ না উঠার আশঙ্কায় কৃষকের মাথায় হাত
এস.কে সাত্তার, ঝিনাইগাতী (শেরপুর) থেকে
উপজেলার সবজি গ্রাম হিসেবে পরিচিত এলাকাগুলোতে এবার শসার ভালো ফলন হলেও উপযুক্ত দাম না পেয়ে কৃষকের এখন মাথায় হাত পড়েছে। তাদের উৎপাদিত শসা বিক্রি করতে হচ্ছে পানির দরে। মানিককুড়া, ভারুয়া, হলদিগ্রাম, গারোকুনা, সন্ধ্যাকুড়া, প্রতাবনগর, সারিকালিনগর, দড়িকালিনগর, বালুরচর, লঙ্কেশ্বর ইত্যাদি গ্রামসমূহে শত শত একর জমিতে প্রতি বছরের ন্যায় এবারও শসা, চিচিঙ্গা এবং কুমড়ার চাষ করেছেন ৫ শতাধিক কৃষক। তারা সবাই প্রান্তিক চাষী। চাষিদের সাথে আলাপ করে জানা যায়, এবার শসার আবাদে তাদের চরম লোকসান গুনতে হচ্ছে। রমজানের...