Inqilab Logo

ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২০, ১০ অগ্রহায়ণ ১৪২৭, ০৯ রবিউস সানি ১৪৪২ হিজরী

ইসলামী বিশ্ব

১৮০ কোটি উদ্ভিদ সাহারা মরুভূমিতে!

img_img-1606315312

সাহারায় শিহরণই বটে! ধূ-ধূ মরুপ্রান্তরে পাওয়া গেল গাছের খোঁজ। স্যাটেলাইট মারফত পাওয়া ছবি থেকে বোঝা গেল একটা দুটো নয়, ১৮০ কোটি গাছ রয়েছে পশ্চিম আফ্রিকার এই মরুভূমিতে।গবেষক দলের নেতৃত্বে থাকা মার্টিন ব্র্যান্ড এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে স্বাভাবিক ভাবেই তারা খুবই আশ্চর্য হয়েছেন! সাহারায় যে এত গাছ জন্মায়, তা না কি তারা জানতেনই না এত দিন! উদ্ভিদশ‚ন্য একেবারে রুক্ষ অংশও নেহাত কম নেই মরুভূমিতে, কিন্তু চমৎকার বিষয় হল বালির নিচেও গাছ জন্মাচ্ছে, জানিয়েছেন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক ব্র্যান্ড।বলাই বাহুল্য, এই...

আর্কাইভ