Inqilab Logo

ঢাকা সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, ১১ মাঘ ১৪২৭, ১১ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

খেলাধুলা

বিমান দূর্ঘটনায় ব্রাজিলের চার ফুটবলার নিহত

img_img-1611551796

ব্রাজিলের লুজিমাঙ্গুয়েস নামক স্থানে ঘটেছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। রবিবারের এই দুর্ঘটনায় দেশটির চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের চার ফুটবলার এবং ক্লাব সভাপতি মারা গিয়েছেন বলে জানা যায়। বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব সভাপতি লুকাস মেইরা, ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি, মার্কাস মোলিনারি ও পাইলট ওয়াগনার মাচাদো নিহত হয়েছেন। ছোট একটি বিমানে করে খেলতে যাচ্ছিলেন তারা। তবে ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ফুটবলার মারা যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ঘটেছিল একই ঘটনা। ওই ঘটনা বিশ্ব ফুটবলকেই নাড়িয়ে দিয়ে যায়। এর দুই...

আর্কাইভ
রোব সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি