Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮, ১০ মাঘ ১৪২৪, ৫ জমাদিউস আউয়াল ১৪৩৯ হিজরী

প্রথম রাউন্ডেই ভেনাস-স্টিফেন্সের বিদায়

img_

স্পোর্টস ডেস্ক : বছরের প্রথম গ্র্যান্ড ¯ø্যামের আসর অস্ট্রেলিয়ান ওপেন শুরু হলো তারকা পতনের মধ্য দিয়ে। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে ভক্তদের হতাশ করেছেন বিশ্বের পাঁচ নম্বর তারকা ও গতবারের ফাইনালিস্ট ভেনাস উইলিয়ামস ও বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন ¯েøায়ানে স্টিফেন্স। তবে সহজ জয়ে টুর্নামেন্ট শুরু করেছেন রোলা গ্যাঁরো বিজয়ী হেলেনা ওস্টাপেনকো।গত বছর ফাইনালে ছোট বোন সেরেনা উইলিয়ামসের কাছে হেরে রানার্স-আপ হওয়া ভেনাসকে হতাশ করেছেন হপম্যান কাপে রজার ফেদেরারের সাথে জুটি বেঁধে শিরোপা পাওয়া সুইস তারকা বেলিন্ডা বেনচিচ। প্রথম রাউন্ডে ৬-৩,...

আর্কাইভ