Inqilab Logo

ঢাকা, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭, ১০ মাঘ, ১৪২৩, ২৪ রবিউস সানি ১৪৩৮ হিজরী।

শোবিজের তারকাদের নিয়ে গঠিত হলো উই ক্লাব

বিনোদন ডেস্ক: শোবিজের নাট্যনির্মাতা, প্রযোজক ও অভিনয় শিল্পীরা মিলে গঠিত হয়েছে নতুন সংগঠন ‘উই ক্লাব’। বেশ কিছু চ্যানেলের কর্মকর্তাও এর সঙ্গে রয়েছেন। এর উদ্দেশ্য, অবসরে সবাই মিলে আড্ডা দেয়া, গল্প-গুজব এবং দেখাশোনার মাধ্যমে স¤পর্ক উন্নয়ন করা। গত বৃহ¯পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি রেস্টুরেন্টে সবাই জড়ো হয়ে ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা নিয়ে এক আলোচনায় বসেন। সভায় উপস্থিত ছিলেন নাট্যনির্মাতা সকাল আহমেদ, দীপঙ্কর দীপন, সুমন আনোয়ার, অরণ্য আনোয়ার, সালাহউদ্দীন লাভলু, শিহাব শাহিন, শাহিন কবির টুটুল, অনন্য ইমন, ইমরাউল রাফাত, নঈম ইমতিয়াজ নেয়ামুল প্রমুখ।...
আর্কাইভ